বাংলা আর্টিকেল লিখার নিয়ম
বাংলা আর্টিকেল লিখে খুব অল্প সময়ে ফলপ্রসূ আয় করা যায়। আজ এই কনটেন্টে আমি
আপনাদের জানাবো বাংলা আর্টিকেল কি ,কীভাবে লিখতে হয় এবং এই আর্টিকেল থেকে কীভাবে
আয় করা সম্ভব। কনটেন্টের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আপনাদের বাংলা
আর্টিকেল লিখতে সহায়তা করবে।
বাংলা আর্টিকেল লিখে মাসে ১০,০০০ টাকা আয় করা সম্ভব। বাসায় ,বাইরে অহেতু সময় নষ্ট
না করে ঘরে বসেই আর্টিকেল লিখে আয় করতে পারবেন। ছাত্ররা , চাকুরীজীবী নিজেদের
পার্ট টাইম আয় হিসেবেও আর্টিকেল রাইটিং করতে পারে। বর্তমানে আমাদের যুবসমাজ
সরকারি , বেসরকারি চাকুরী পিছে না ছুটে ইনকাম হিসেবে অনলাইন আর্নিং ,কনটেন্ট
রাইটিংকে ,ব্লগিং করাটাকে বেছে নিচ্ছে।
সূচিপত্র ঃ আর্টিকেল লিখে কয়েকটি উপায়ে আয় করা যায়।
- নিজের সাইটে আর্টিকেল লিখে ইনকাম করা।
- অন্যদের কাছে আর্টিকেল বিক্রি করা।
- ফ্রিল্যান্সিং সাইটে আর্টিকেল বিক্রি করা।
- কোন কম্পানির হয়ে আর্টিকেল লিখার কাজ করা।
- আর্টিকেল রাইটিং কোর্স বিক্রি করা।
বাংলা অথবা ইংলিশ কনটেন্ট তৈরি করা
আর্টিকেল তখনই সার্থক হবে যখন সেটা মানুষের বোধগম্য হবে।এই পোস্টে শুরুতে দেখানো
হবে তারপর আপনারা
অন্যদের কাছে আর্টিকেল বিক্রি করা
বর্তমানে বাংলাদেশে অনলাইন আর্নিংইয়ের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। ইনকাম করা
যায় আর্টিকেল লিখেও । অনেক নিউজপেপার ও পত্রিকা আছে যারা আর্টিকেল কেনাবেচা
করে। সে সকল নিউজপেপার ও পত্রিকার কাছে নিজের লিখা আর্টিকেল সুলভ দামে বিক্রি করতে পারবেন। আপনার লিখা যদি
জনসাধারনের পছন্দের হয় ,মানুষ পড়ে যদি আনন্দ পায় তাহলে আপনি আপনার আর্টিকেল
থেকে মাসে ভালো অংকের ইনকাম করতে পারবেন।
ফ্রিল্যান্সিং সাইটে আর্টিকেল বিক্রি করা
অনলাইন জগতে আয়ের সবথেকে ভালো কর্মসংস্থান প্লাটফরম হল ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং করে মানুষ ঘরে বসেই অনেক ইনকাম করছে। ডিজিটাল মার্কেটিং, ওয়েব
ডিজাইন, লোগো বানানো আরও অনেক। এসকল সাইটে আপনি চাইলে আপনার কনটেন্ট বিক্রি করতে
পারবেন বা মানুষের তৈরি কনটেন্ট আপনি আপনার সাইটে সাবমিটও করতে পারবেন। এই দুই
প্রকিয়ায় কাজ করে আয় করা যাবে।
কোন কোম্পানির হয়ে আর্টিকেল লিখার কাজ করা
বহু পত্রিকা কম্পানি আছে
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url