এটিএম বুথে টাকা তোলার নিয়ম
এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম নিয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আর্টিকেল। আপনারা যদি এটিএম বুথের মাধ্যমে টাকা তুলার নিয়ম জানতে চান তাহলে সঠিক পোস্টে এসেছেন।আমরা অনেকে চেকের মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে থাকি।
কিন্তু এটিএম বুথে কার্ডের মাধ্যমে অথবা কার্ড ছাড়া টাকা তোলার নিয়ম অনেকেই জানিনা।আজকে আমরা জানবো কিভাবে করে এটিএম বুথে কার্ড দিয়ে অথবা কার্ড ছাড়া টাকা তোলা যায়। সাধারণ কিছু নিয়ম অনুসরণ করলে সহজে এটিএম বুথ থেকে টাকা তোলা যায়।
পেজ সূচিপত্রঃ এটিএম বুথে টাকা তোলার নিয়ম
- এটিএম বুথ কি
- এটিএম বুথ কিভাবে কাজ করে
- এটিএম বুথে টাকা তুলতে হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন
- বাংলাদেশের সেরা কয়েকটি এটিএম বুথ
- এটিএম বুথ কতটা গুরুত্বপূর্ণ
- এটিএম বুথের কত টাকা পর্যন্ত উত্তোলন করা যায়
- কার্ড দিয়ে কিভাবে করে টাকা উত্তোলন করা যায়
- কোন ধরনের কার্ড এটিএম বুথে ব্যবহারযোগ্য
- এটিএম বুথ ও ব্যাংকের মধ্যে পার্থক্য
- আমাদের শেষ মন্তব্য
এটিএম বুথ কি
এটিএম বুথ একটি স্বয়ংক্রিয় মেশিন যা কোন ব্যাংক
অফিসে না গিয়েই আপনার অ্যাকাউন্ট থেকে নগদ টাকা তুলতে দেয়।
এটিএম অর্থ অটোমেটেড টেলার মেশিন। শহরে ব্যাংকের তুলনায় এটিএম বুথের সংখ্যা
অনেক। মানুষ ব্যাংকের চেয়ে এটিএম বুথের ব্যবহার বেশি করে থাকে। এটিএম
বুথ কাছাকাছি থাকায় এবং এটির কাজ সহজ হওয়ার কারণে মানুষ এটিএম বুথের
ব্যবহার প্রচুর করে থাকে।
শহরে এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। গ্রাম অঞ্চলে এটিএম বুথের ব্যবহার নাই
বললেই চলে। তারপরেও গ্রামের হাটবাজারে খুব অল্প পরিমাণ দেখা যায়।
এটিএম বুথ কিভাবে কাজ করে
একটি এটিএম বুথ বিভিন্নভাবে কাজ করে থাকে। আমরা সচরাচর দেখি এটিএম বুথ থেকে টাকা
তুলতে এবং টাকা ডিপোজিট করতে। টাকা তুলতে হলে এটিএম কার্ড লাগে। কিন্তু টাকা
ডিপোজিট করতে হলে এটিএম কার্ডের প্রয়োজন হয় অথবা কার্ডলেস ডিপোজিট করা যায়।
এটিএম বুথ মূলত নির্দেশনা অনুসরণ করে। টাকা ডিপোজিট করতে হলে প্রথমে নিজের মোবাইল
নাম্বারের সত্যতা সাথে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং
ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার এর একাউন্ট নাম্বার এটিএম বুথে প্রদান
করে টাকা উত্তোলন করা যায়
এটিএম বুথে টাকা তুলতে হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন
এটিএম বুথে টাকা তোলা এবং টাকা ডিপোজিট করা অত্যন্ত সহজ। এটিএম বুথের
কিছু দিকনির্দেশনা প্রদান করে সেগুলো পূরণ করা লাগে। যেমন আপনার ফোন নাম্বার
আপনার ফোন নাম্বারে পাঠানো ওটিপি এবং আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার তার সাথে
যাকে টাকা পাঠাবেন তার একাউন্ট নাম্বার এ সকল কিছু তথ্য এটিএম বুথ আপনার কাছ থেকে
সংগ্রহ করে থাকে।
এগুলো সঠিক সময়ে সঠিক নিয়ম এটিএম বুথে প্রদান করলে আপনার টাকা ডিপোজিট করা
অথবা উত্তোলন করা অতিশয় সহজ হবে।
আরো পড়ুনঃ কিভাবে এটিএম কার্ড এর জন্য আবেদন করতে হয়
বাংলাদেশের সেরা কয়েকটি এটিএম বুথ
বাংলাদেশের বিভাগের বিভিন্ন জেলায় শহরের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায়
এটিএম বুথ স্থাপন করা থাকে। কোন কোন এটিএম বুথে ব্যাংকের কর্মকর্তাদের নিযুক্ত
করা হয়। আবার কিছু কিছু এটিএম বুথে সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হয়। এরই
সাথে পুরো এটিএম বুথ সিসি ক্যামেরায় পরিবেশন করা থাকে। সেরা এটিএম বুথের
নাম নিচে দেওয়া হল-
- ডিবিবিএল এটিএম বুথ
- ইসলামী ব্যাংক লিমিটেড এটিএম
- জনতা ব্যাংক পি এল সি এটিএম
- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এটিএম
- এক্সিম ব্যাংক এটিএম
- মধুমতি ব্যাংক লিমিটেড এটিএম
- এমটিবি ২৪/৭ এটিএম
এটিএম বুথ কতটা গুরুত্বপূর্ণ
এখন বর্তমান সময়ে এটিএম বুথের গুরুত্ব অনেক। কারণ এখন এটিএম বুথ শহরের
আনাচে-কানাচে রয়েছে। মানুষ যখন খুশি তখন এটিএম বুথে যে টাকা ডিপোজিট এবং টাকা
উত্তোলন করতে পারে। ব্যাংকে একটি নির্দিষ্ট সময় রয়েছে যা সময় উত্তীর্ণ
হলে ব্যাংক বন্ধ হয়ে যায় কিন্তু এটিএম বুথ চব্বিশ ঘন্টা খোলা থাকে।
যখন প্রয়োজন তখন যেয়ে টাকা উত্তোলন করা সম্ভব। কিন্তু ব্যাংকে
আমরা প্রয়োজন মতো টাকা তুলতে পারব কিন্তু এটিএম বুথে প্রতিদিন অনুসারে
একটি সীমাবদ্ধতা থাকে। এটিএম বুথ এর ব্যবহারে যেমন সুবিধা রয়েছে এমনই
কিছু সীমাবদ্ধতা রয়েছে।
এটিএম বুথের কত টাকা পর্যন্ত উত্তোলন করা যায়
এটিএম বুথ হলো বিনা টেইলারের সাহায্য ছাড়াই এমন একটি স্বয়ংক্রিয় মেশিন যা
গ্রাহকদের টাকা নগদে প্রদান করে থাকে। শহরে এটির ব্যবহার বহুল। মানুষ
সচরাচর এখন ব্যাংকে যায় না। বাসার পাশেই এটিএম বুথে যে প্রয়োজনীয় পরিমাণ
টাকা উত্তোলন করে নেয় অথবা কাউকে প্রয়োজনীয় পরিমাণ টাকা প্রদান করে থাকে।
ব্যাংকে আমরা যত ইচ্ছা তত টাকা উত্তোলন করতে পারব কিন্তু এটিএম বুথে
আমরা ৫০ হাজারের বেশি এক দিনে উত্তোলন করতে পারবো না। তবে কিছু
কিছু ব্যাংকের এটিএম বুথ এক লাখ টাকা পর্যন্ত দিয়ে থাকে।
কার্ড দিয়ে কিভাবে করে টাকা উত্তোলন করা যায়
ব্যাংক একাউন্টে চেক ছাড়াই এটিএম বুথের কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা
যায়। কিছু দিকনির্দেশনা থাকে সেগুলো পূরণ করলে টাকা উত্তোলন করা যাবে এটিএম
বুথ থেকে।
নিচে কিছু দিকনির্দেশনা দেওয়া হইল-
- প্রথমত নিজের এটিএম কার্ডটাকে এটিএম বুথে প্রবেশ করাতে হবে।
- উইথড্র অপশনে ক্লিক করতে হবে।
- টাকার অ্যামাউন্ট বসাতে হবে।
- এটিএম কার্ডের পিন দিতে হবে।
তারপরে আপনার কাঙ্খিত টাকাটা এটিএম বুথ থেকে বাইরে আসবে।
আরো পড়ুন: কিভাবে ব্যাংকের একাউন্ট খুলতে হয়।
কোন ধরনের কার্ড এটিএম বুথে ব্যবহারযোগ্য
এটিএম বুথে টাকা উত্তোলন করা যায় শুধুমাত্র একটি কার্ডের মাধ্যমে। ব্যাংক এই সকল
কার্ড তাদের গ্রাহকদেরকে প্রদান করে থাকে গ্রাহকদের স্বার্থে। এটিএম বুথে
বিভিন্ন রকমের কার্ড ব্যবহার করা যায়।
একটি কার্ড ব্যতীত প্রায় সকল কার্ডই এটিএম বুথে ব্যবহার করা যায়। সেটি হল
ক্রেডিট কার্ড। এটিএম বুথে
- ভিসা প্লাটিনাম ডেবিট কার্ড
- ভিসা ক্লাসিক কার্ড
- ভিসা ডেবিট কার্ড
- ডুয়েল কারেন্সি ইএমভি সিকিউরড প্রিপেড কার্ড
এটিএম বুথ ও ব্যাংকের মধ্যে পার্থক্য
এটিএম বুথ ও ব্যাংকের মধ্যে বিশেষত্ব কয়েকটি পার্থক্য রয়েছে।
ব্যাংকে আমরা প্রয়োজনীয় সকল কিছু কাজ করতে পারি। যেমন বাইরের দেশ থেকে
আসার টাকা তোলা, ব্যাংক থেকে লোন নেওয়া, অ্যাডভান্সমেন্ট নেওয়া এবং বিভিন্ন
রকমের সুযোগ সুবিধা।
সেখানে এটিএম বুথ শুধুমাত্র টাকা উত্তোলন করা এবং টাকা ডিপোজিট করা। সেইসাথে
টাকার পরিমাণ যাচাই করা এবং বিল প্রদান করা। এই কয়েকটি কাজ শুধুমাত্র আমরা
এটিএম থেকে পেয়ে থাকি।
আমাদের শেষ মন্তব্য
আমাদের দেশে মূলত ব্যাংকের সাথে সাথে এটিএম বুথেরও প্রয়োজন রয়েছে। তবে
সর্বক্ষেত্রে এটিএম বুথের চাহিদা বেশি। মানুষের সময় এবং মানুষের কাজটাকে দ্রুত
করে দেয় এটিএম বুথ।
যুগের সাথে তাল মিলিয়ে চলতে যেয়ে আমরা কঠিন কাজকে সহজ করতে পারি। যেখানে
সময় ব্যয় করে লাইন ধরে ব্যাংকের টাকা উত্তোলন করা অথবা ডিপোজিট করার চেয়ে
এটিএম বুথে তৎক্ষণাৎ করে নেওয়াটা অনেক ভালো।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url